বালিয়াডাংগী প্রতিনিধি।।ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি.র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া.র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. সৈয়দ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমান এর নেতৃত্বে বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. ইউসুফ আলী, আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবরদুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর, দুওসুও ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ডের সভাপতি নেতা পজির উদ্দীন সরকার, সাংগঠনিক সমিরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব, যুবদলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, তাঁতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইলিয়াস আলী, সদস্য সচিব আবু সাইদ, জাসাস এর সভাপতি হারুন অর রশিদ, মিজানুর রহমান মিজান মাজেদুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।