ইনসান সাগরেদ পঞ্চগড় থেকে।। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে জেলা সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা। শুক্রবার(২২ সেপ্টেম্বর) রাজনগর কমিউনিটি হল সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো: মীর মোর্শেদ তুহিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা। দেশের মানুষ আজ ভাল নেই।চাল,ডাল,তৈল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে জনসাধারণের টিকে থাকাটা দায় হয়ে পড়েছে। তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া গ্রহণযোগ্য কোন নির্বাচন দেশের জনগণ আর বিশ্বাস করেনা। এদেশের জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। বিগত নির্বাচনের তিক্ততা ভুলেনি তারা।তাই অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি দাবি করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: মাওলানা ওমর ফারুক।। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।।