ঝড় রিপোর্ট।। ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পুলিশ সুপারের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
সভায় পুলিশ সুপার বলেন,ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা সতর্ক থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে
পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।
প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, ডিএসবি’র সদস্যরা দায়িত্ব পালনে সক্রীয় থাকবে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এছাড়াও প্রতিটি পূজা মন্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মো. আসাদুজ্জামান প্রমুখ।