1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

ঢাকার বাহিরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

।।   নুরুল্লাহ কামিল ।।

মশাবাহিত রোগ ডেঙ্গু এখন মহামারীর পর্যায়ে।এডিস ইজিপ্টি মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়,এই একই মশা ইয়োলো ফিভার ভাইরাস,জিকা ভাইরাস ও চিকনগুনিয়া ভাইরাসের বাহক।এই (RNA) ভাইরাসের পাঁচটি সেরোটাইপ রয়েছে। যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম।
রাজধানী ঢাকা সহ সারা দেশে এবার পূর্বের বছর গুলোর তুলনায় ডেঙ্গু প্রকোপ বেশি।বয়স্ক, শিশু সহ সকল বয়সের মানুষই এ রোগে সমান ভাবে আক্রান্ত হচ্ছেন। সংক্রামক ব্যাধী হওয়ায় একই পরিবারের এবং একই অঞ্চলে অবস্থান কৃত একাধিক ব্যাক্তির একইসাথে এ রোগ হবার আশংকা থাকে।জ্বর মাথাব্যাথা পেশিতে ও গাঁটে ব্যথা নিয়ে অনেক মানুষ এখন ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতাল গুলোতে।ঢাকার বাহিরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এখন ঘটছে অহরহ।
এমতাবস্থায় ডেঙ্গু রোগ নির্ণয়য়ে এবং চিকিৎসায় বিশেষ ব্যবস্থাপনা গ্রহণের প্রয়োজন।সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমানে ডেঙ্গু রোগ নির্ণয়ে কাজ করা জরুরী।প্রয়োজন মত এন এস ওয়ান কিট সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে এন্টিজেন এন্টিবডি টেস্ট, সিবিসি,প্লাটিলেট কাউন্ট সহ সংশ্লিষ্ট সকল পরীক্ষা যেন সাশ্রয়ী মূল্য করা যায় তার ব্যবস্থা নেয়া উচিত।
ডেংগুরোগ হলে ৭-৮দিন পূর্ণ বিশ্রাম নিতে হয়। সল্প আয়ের মানুষদের জন্য ডেংগুরোগ এখন অভিশাপ হয়ে দাড়িয়েছে।সাধারণত ডেঙ্গু ভাইরাসে আক্রান্তেরা উপসর্গবিহীন হয়ে থাকে কিংবা জ্বরের মত সামান্য উপসর্গ থাকে।বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ সর্দি এবং বমি বা ডায়রিয়া হতে পারে।দেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে এখন অনেক মানুষই এই ধরনের সমস্যা নিয়ে শরণাপন্ন হচ্ছেন চিকিৎসকের।সরকারি হাসপাতালে বেডের অপর্যাপ্ততা, চিকিৎসক সংকট,অপর্যাপ্ত নিরীক্ষণ এবং দক্ষ জনবল ঘাটতি সহ নানান সমস্যা রয়েছে। ব্যাক্তিমালিকানাধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও রয়েছে নানান সীমাবদ্ধতা।এর মাঝে ডেঙ্গু প্রকোপে মানুষের স্বাস্থ্যসেবা সঠিক ভাবে প্রদান করা সহজ নয়।তবে আমরা চাইলে ডেঙ্গু মোকাবেলায় সকলে সম্মিলিত ভাবে কাজ করতে পারি।ডেঙ্গু নিয়ন্ত্রণ করার সহজ পদ্ধতি হলোএর বৃদ্ধির পরিবেশকে ধ্বংস করে ফেলা।বাড়ির আশেপাশের ডোবা নালা, ড্রেন পরিষ্কার রাখা , ইউনিয়ন পরিষদ,পৌরসভা বা ব্যক্তিগত উদ্যোগে মশা মারার ঔষধ প্রয়োগ,সামাজিক সচেতনতা তৈরি ইত্যাদির মাধ্যমে আমরা মশার বংশ বিস্তার রোধ করতে পারি।এছাড়াও পুরো শরীর ঢাকা কাপড় পরিধান করা এবং মশারী ব্যবহার করার মাধ্যমেও করা যায় কিছুটা প্রতিরোধ।
চিকিৎসকদের মতে ডেঙ্গু হবার পর ঠিকমতো চিকিৎসা গ্রহণ এবং বিশ্রামের প্রয়োজন।সারা দেশের সল্প আয়ের মানুষদের কথা চিন্তা করে স্যালাইন কিংবা জরুরী ঔষধ সহ ডেংগুরোগের সকল চিকিৎসার খরচ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা প্রয়োজন। সেই সাথে সরকারী হাসপাতালগুলোতেও সরকার আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করবে এই প্রত্যাশা দেশের সকল মানুষের।
লেখক : -নুরুল্লাহ কামিল
পাবলিক হেলথ একটিভিস্ট
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং