1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অভাবনীয় উন্নয়ন করেছে —— এডভোকেট অরুনাংশু দত্ত টিটো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঐক্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুইটি  ভবনের উদ্বোধন করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও  ১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অভাবনীয় উন্নয়ন করেছে। তিনি বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, যত বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন করেছে। এ সময় তিনি সকলকে আবারও এইক্যবদ্ব হয়ে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান।
রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষল আব্দুল মান্নান।
সহকারী শিক্ষক হারিসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড, অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
এছাড়াও বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় সহ থানা ও বিভিন্ন,ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ – একটি একাডেমি ভবন নির্মিত ব্যয় ৫০ লক্ষ টাকা অপরটি চারতলা ভিত্তি এক তলা ভবনের নির্মান জন্য ৯৭ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় করেন ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং