পঞ্চগড় প্রতিনিধি।।ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে বুধবার জেলায় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে অবাধ তথ্য প্রবাহের কারনে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের উপর একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়্জাউদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জেলা আনসার অ্যাডজুট্যান্ট শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম বক্তব্য দেন।