নিজস্ব প্রতিবেদক।। আজ ২ অক্টোবর চট্রগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ লীগের উপদেষ্টা, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন [বি এস বি ও এ ] এর পরিচালক জসিম উদ্দীন ভুইয়া’র জন্ম দিন।
চট্রগ্রামের এই বিশিষ্ট ব্যবসায়ীর জন্ম দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম, চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জেক গ্রুপের ব্যাবস্থপনা পরিচালক আনোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন [ বি এস বি ও এ] এর পরিচালক ও এইচ এস মেরিন এজেন্সীর পরিচালক ফুয়াদ হাসান ইরাম, ইউনিয়ন ট্রেডার্স এর পরিচালক মিল্লাত হোসেন লিটন, কবিরহাট উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন, যুব লীগ কবিরহাট উপজেলা শাখার সদস্য আব্দুল সাত্তার লিটন ও দৈনিক ঝড় এর প্রকাশক / সম্পাদক শাওন আমিন প্রমুখ।