পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে আনন্দঘন পরিবেশের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রচার বহুল জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা। এ উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমাদের সময় এর পঞ্চগড় জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ , আমির খসরু লাবলু, সফিকুল আলম ও বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমাদের সময় সংবাদপত্র জগতে নতুন ধারা সৃষ্টি করেছে। আমাদের সময় পত্রিকায় সব খবর পাওয়া যায়, পত্রিকাটি উন্নয়ন ও গণমানুষের কথা বলে। পত্রিকাটি সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। আমি এই পত্রিকাটির নিয়মতি পাঠক। তিনি আমাদের সময় পত্রিকার সফলতা কামনা করে আরো সমস্যা ও সম্ভাবনার খবর বেশি বেশি করে তুলে ধরার আহ্বান জানান। আলোচনা সভা শেষে পত্রিকার জন্মদিনের কেক কাটা হয়। জন্মদিনের কর্মসূচিতে পত্রিকার পাঠক, শুভাকাঙ্ক্ষী, সুধিবৃন্দ, পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।