———রিতু নুর———–
জীবনের অংক যেখানে জিরো
কি হবে সেখানে থেকে হিরো।
মুক্তি দাও হে পৃথিবী,
থাকতে চাইনা এই
ধরনীর বুকে,
এই পৃথিবী সবার জন্য
নয়তো সুখের।
যেখানে কষ্টে কষ্টে
আষ্টে পৃষ্টে জড়িয়ে
জীবন হয়েছে মরুর মত চড়,
সেখানে কার উপরে
করা যাবে আর নির্ভর।
খাদ্যর জন্য দ্বারে-দ্বারে যার
করতে হয় হতদরিদ্র সেজে কাকা,
কুকুরের পাশে হয় রাস্তায় থাকা।
ভাগ্যের কি নির্মম পরিহাস,
ওদের নিয়ে করবে না
কেউ উপহাস।
বুকের হাঁপরে ওঁদের কত কষ্ট
না জানি আছে জমা,
হে খোদা দয়ামায়া তুমি সবাইকে কর ক্ষমা।