———-এস.কামরুন নাহার ———-
#ভালোবাসার চাদর জড়িয়ে
জোনাকির নিভু নিভু আলো-কে
ভেবেছি উজ্জ্বল।
নয়নাভিরাম সূর্যাস্ত পর্যন্ত,
ভাবতে পারিনি এর পরে নেমে
আসবে আঁধার।
ছেয়ে যাবে সমস্ত পৃথিবী,
বেহালা বেজে উঠবে করুন সুরে
গভীর রজনী হবে বেপরোয়ার।
ঘড়ির কাঁটার দিকে চেয়ে
চেয়ে ব্যকুল প্রাণ তাড়া করে বারবার ভোরের অপেক্ষায়।
রক্তিম আভা ছাড়িয়ে আদরে
মাটিতে এলো ভোর,
মেঘের ডানায়।
এক ঝলকে ভিজিয়ে
দিলো ধূসর বরষায়।
ইট,পাথরে গড়া শহরে বসবাস
যার, হারিয়ে ফেলেছে পথ,
পথিকের বেশে হাঁটে অবশেষে
মিলে যদি অবসাদ,
মলিন আস্তরণে চায় দূর গগনে,
ছাড়িয়া দীর্ঘশ্বাস, আপন পথে
ফিরিবে আবার,সাহসে ভরে বুক
মন ছুঁয়ে দেয় তার আত্মবিশ্বাস।
সকালে সোনার রবি ঝলমল
করবে কোন এক নিশি ভোরে উদ্দীপনায়, সুরে সুরে তুলবে ঝংকার উৎকন্ঠায়।
খুঁজে পাবে সকল আপন মন,
জেগে উঠবে প্রাণে শিহরণ।
কেটে যাবে আঁধার,
ভরে যাবে ঘর প্রদীপ শিখায়।
রচনাঃ ০৮/১০/২০২৩খ্রী.
সাভার, ঢাকা।