পঞ্চগড় প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলায় বালক বিভাগে দেবীগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে বোদা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালক বিভাগে দেবীগঞ্জ উপজেলা দল টাইব্রেকারে ৩-১ গোলে বোদা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। অপরদিকে বালিকা বিভাগে বোদা উপজেলা দল ৪-০ গোলে তেঁতুলিয়া উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালক বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় বোদা উপজেলার জুয়েল, সর্বোচ্চ গোলদাতা মুন্না, বালিকা বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় বোদা উপজেলার নুসরাত জাহান মিতু, সর্বোচ্চ গোলদাতা আলপি, ম্যাচ সেরা তৃষ্ণা রানী নির্বাচিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিওসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু তোয়বুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আকতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সুরকার।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃধবার বিকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা দুটি উভোগ করেন।
টুর্ণামেন্টে উভয় বিভাগে জেলার ১২ টি দল অংশ নেয়। জেলা পর্যায়ের বিজয়ী দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহণের সুযোগ পাবে। #