হরিপুর( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান এর সভাপতিত্বে বুধবার ১১/১০/২৩ ইং উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা ২০২৩ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ দবিরুল ইসলাম-এমপি,ঠাকুরগাঁও -২।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি । ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও শারদীয় দুর্গাপূজার প্রতিনিধিগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজিবি কমান্ডারগণ বলেন,সীমান্ত এলাকার কাচা রাস্তাগুলো বেশি ভালো না, টহল ব্যবস্থা জোরদার করা যায় না। পাকা করণের জন্য বিষয়টি সভায় উপস্থাপন করেন।
অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তিনি প্রতিটি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকের সাথে সাক্ষাৎ করে বলেন
যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা তাই সবাইকে সতর্ক থাকার ও কোন বিশৃঙ্খলা সৃষ্টির হলে সাথে সাথে মুঠোফোনে জানানোর জন্য আহ্বান করেছেন।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।