পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ অসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তা আটোয়ারী, তেঁতুলিয়ার পর এবার পঞ্চগড় সদর উপজেলায় বিশাল সমাবেশের আয়োজন করেছেন। আগামী ১৫ অক্টোর রোববার বিকাল তিনটায় পঞ্চগড় চিনিকল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার প্রস্তুতির অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সদর উপজেলার ইউনিয়নে ইউনিয়নে হাটবাজারে জনসংযোগ করছেন তিনি। বৃহস্পতিবার পঞ্চগড় শহরে তিনি এই জনসংযোগ করছেন। তিনি আগামী ১৫ অক্টোবর চিনিকল মাঠের জনসভায় যোগ দিতে আহবান জানাচ্ছেন। এছাড়া এই সমাবেশ সফল করতে গোটা উপজেলায় চলছে মাইকে প্রচারণা। এর পাশাপাশি জনসভার আমন্ত্রণের দায়িত্ব নিয়ে রিক্সা, অটো, হোটেল,মটর শ্রমিক, ফেরিওয়ালা, দোকানদার ও ক্ষুদ্র ব্যাবসায়ীসহ গণমানুষের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এসব গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। এর আগে তিনি আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা সদরে বিশাল সমাবেশ করেছেন। যা ছিল আটোয়ারী ও তেঁতুলিয়ার ইতিহাসে স্মরণকালের বৃহত্তম সমাবেশ।
আগামী ১৫ অক্টোবর পঞ্চগড় চিনিকলে আয়োজিত জনসভার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে ‘‘স্যাংশন তত্ত্বাবধায়ক থোরাই, শেখ হাসিনার কর্মী কি এসবে ডরাই?, পঞ্চগেড়ের তারুণ্যের, নারীদের, শ্রমজীবী মানুষের, পঞ্চগড় চিনিকল চালু করার স্লোগানের, পাথর-বালি শ্রমিকের, ধর্মীয় সম্প্রীতির ও শেখ হাসিনা’র নৌকার জনসভা ‘’ জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
নাঈমুজ্জামান মুক্তা দীর্ঘ ১৫ বছর ধরে পঞ্চগড়-১ আসনে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে হাটে বাজারে ও জনবহুল স্থানে আওয়ামী লীগের পক্ষে ব্যতিক্রমী সব কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচির মধ্যে ছিল অসুস্থ অসহায় দুস্থদের আর্থিক সহযোগিতা, মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, সব ধর্মের অনুষ্ঠানে সহযোগিতা করা, করোনায় উপহার বিতরণ, রমজানে উপহার হিসেবে ইফতার বিতরণ, ওয়ার্ড নেতাদের বাড়িতে রাত্রি যাপন, দলে উপেক্ষিত, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদেরসহ সকল নেতাকর্মীদের মূল্যায়ন, সেলাই মেশিন, রিকশা ভ্যান বিতরণ, চলাচলের জন্য সাতমেরায় চাওয়াই নদীতে বাঁশের সাঁকো নির্মাণ, হাড়িভাসার পান চাষীদের ঋণের ব্যবস্থাকরণ, শোকের পরো আগস্ট মাস জুড়ে ব্যতিক্রমী সব কর্মসূচির আয়োজন, বিভিন্ন গ্রামে খেলাধুলার আয়োজনে পৃষ্টপোষকতা প্রদানসহ নানান সব ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে আসছেন। প্রচার প্রচারনায় জনপ্রিয়তার শীর্ষে এখন নাঈমুজ্জামান মুক্তা।
সকল শ্রেনি পেশা ও বয়সের মানুষের কাছে এখন তিনি মুক্তা হিসেবে পরিচিত। আলোচিত ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন। নবীন প্রবীণে মিলন মেলায় পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন হ্যামিলনের বাঁশিওয়ালা মুক্তা।
নেতাকর্মী ও সমর্থকসহ সকল শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাঈমুজ্জামান মুক্তাকে চায়।
দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নিজেকে সৎ ও সততায় অধিষ্ঠিত করেছেন। যা পঞ্চগড়ে এর আগে সে ভাবে লক্ষ্য করা যায়নি। তার সাথে কথা বলে দেখা গেছে, রাজনৈতিক সৎ ও সততায় তিনি একনিষ্ঠ মানুষ। পঞ্চগড়-১ আসনের মানুষের পাশে দাঁড়ানো নাঈমুজ্জামান মুক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতির সোপান তুলে ধরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছেন। দলের মধ্যে নানান সমীকরণ থাকলেও অনেক নেতাকর্মী আগামীতে তাকেই বেঁছে নিতে প্রস্তুত। দলের শীর্ষ নেতৃত্বে থাকা বেশ কজনের সাথে কথা বললে তারা বলেন, একটি জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নাঈমুজ্জামান মুক্তার মাঠ গোছালো জন সমর্থনও ব্যাপক। তিনি পঞ্চগড়ে-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মানান সই । যা ভবিষ্যতে পঞ্চগড়কে উচ্চমাত্রায় নিয়ে যেতে পারবেন। আমরা এখন তো সহসা সকলের সামনে বলতে পারছিনা কারণ দলে আছি।
এসব কর্মসূচির ফলে ব্যক্তি ইমেজে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মুক্তা একটা পরিচিত নাম।
নাঈমুজ্জামান মুক্তার সাংগঠনিক দক্ষতা,সততা, সামাজিক কর্মকান্ড ও ভিন্নধর্মী প্রচারণার কারণ বিবেচনা করে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়-১ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি তুলেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা বিরোধিতাসহ নানান ষড়যন্ত্র প্রতিহত করে বিপুল সংখ্যক মানুষ জনসভায় যোগ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। #