–——খলিলুর রহমান——–
বাড়ির কর্তাকে উদবাস্তু বানালো,
বিশ্ব মানচিত্রে চিহ্নিত ফিলিস্তিন।
অবৈধ দখলদার হইলো ইজরাইল,
আসিবে ফিরিয়া মজলুমের সুদিন।।
তাগুদি শক্তির দাপট চালায়,
মুসলিম মসজিদে সম্ভ্রম হারা।
মোড়লের মার সাথে অত্যাচার,
পিছনে পাহাড় অগত্যা রুখিয়া দাঁড়া।।
ইজরাইলের সকল অন্যায়ে পুলকিত,
ফিলিস্তিরা মৌলিক অধিকার বঞ্চিত।
দিনেদিনে বঞ্চনার পাহাড় ফুঁসিয়া,
প্রতিশোধের নেশায় দু’হাত রঞ্জিত।।
বেহায়া শিয়াল শয়তান ডাকে,
হুতুম পেঁচা ডাকার মতো।
বিশ্বের শান্তি বিনাশ করিতে,
বিশ্ব মোড়ল ডাকে অবিরত।।
স্রষ্টার দুনিয়ায় ক্ষনিকের ভ্রমণ,
স্হায়ী জান্নাত চাহে মুসলমান।
সকল ক্ষমতার মালিক স্রষ্টা
তোরা ভুলে আছো বেইমান।।
মুজাহিদ কান্ডে পন্ড মোড়ল,
পাপের পাহাড় চেপেছে বুকে।
ন্যায়ের পক্ষে নতজানু হও,
নইলে পস্তাবে ধুঁকে ধুঁকে।