1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ক্ষেতের বীজকৃত সবজি উপড়ে ফেললো দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কৃষকের ক্ষেত থেকে সবজির গাছ দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (৯) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনার পর থেকে ওই এলাকার সবজিচাষিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের প্রান্তিক কৃষক আনছারুল ইসলাম,গেটকো কোম্পানির পরামর্শে ২০ শতক জমিতে ফলানো বিজ ধনদোল সবজির প্রায় ২ শতক জমির সবজির বীজ দুর্বৃত্তরা উপড়ে ক্ষেতেই ফেলে দিয়ে গেছে। প্রতিটি গাছই ফল ধরা অবস্থায় ছিল। এভাবে ক্ষেতের  ফসল নষ্ট করার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষক ।

বুধবার সরেজমিন ওই ক্ষেতে দেখা গেছে, বীজ করার ধনদোল সবজির ধরা অবস্থায় গাছগুলো এলোমেলোভাবে পড়ে আছে। উপড়ানো ও রোপণের বৃথা চেষ্টা করা হলেও সেগুলো শুকিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আনছারুল ইসলাম জানান, তার ২০ শতক জমিতে সবজির বীজ ধোনদল সবজির চাষ করতে খরচ পড়েছে প্রায় ৮০ হাজার টাকা। কিন্তু সব শেষ করে দিলো দুর্বৃত্তরা।

এই সময় তিনি আরো বলেন, আমি ক্ষেতের বীজকৃত সবজির গাছ উপড়ে ফেলার কথা শুনে ক্ষেতে দেখতে আসি এসে দেখি যে সবজির ২০ শতাংশ জমির ক্ষেতের মধ্যে প্রায় ২ শতাংশ জমির বীজকৃত সবজি ধোনদোল উপড়ে ফেলছে কে বা কাহারা।

আমি আমার ক্ষেতের সবজির উপড়ে ফেলা গাছ স্থানীয় লোকজন কে দেখায় কিন্ত ঠিক সে সময়ে আমদ্দীন ইসলাম নামে এক জন আমার কাছে বিভিন্ন হুমকি ধামকি দিতে শুরু করে আর বলে আমি নাকি তার কথা বলছি, যে সেই আমার সবজি ক্ষেত নষ্ট করছে। তবে কিছু দিন পূর্বে আমার ক্ষেতে কাজ করা সানজিদা বেগম আমাকে বলে যে তাকে নাকি আমার সবজি নষ্ট করে ফেলবে সেই আমদ্দীন তাকে বলছিল। আর ২ দিন পরে এই ঘটনা।

এই বিষয়ে কামলা সানজিদা বেগমের সাথে কথা বললে তিনি জানান, কিছু দিন পূর্বে আমদ্দীন আমাকে বলে মেম্বার আনছারুল কি ভাবে এ-ই জমি থেকে সবজি চাষ করে নিয়ে যায় আমি সেটা দেখবো।
আর ২ দিন পরে সবজির কিছু গাছ উপড়েও ফেলে আর আমি তাকে বলি যে আপনি এই কাজ করছেন।
তার পরে আবার ২ দিন ঠিক ছিল কিন্তু এর পরে এই এই ঘটনা। এখন জানি না কে কাজটা করলো।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আনছারুল ইসলামের বীজকৃত ধোনদোল সবজির কে বা কাহারা উপড়ে ফেলছে আর সকালে আনছারুল ইসলাম আমাদের স্থানীয় লোকজন কে উপড়ে ফেলা গাছ গুলো দেখায়। আসলে প্রায় ২ শতাংশ জমির চাষকৃত সবজির গাছ উপড়ে ফেলছে এটা যেই করুক ঠিক করে নাই।

এই বিষয়ে আমদ্দীন এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিন চন্দ্র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বীজকৃত সবজি উপড়ে ফেলার কথা আমাকে মোবাইল ফোনে আনছারুল ইসলাম বলেন, আর আমি ঘটানাস্থলে যায় দেখি যে কে বা কাহারা তার চাষকৃত সবজি গাছ ৪০/৫০ টা উপড়ে ফেলছে। আসলে ঘটানা খুব দুঃখজন আর যে করুক কাজ টা ঠিক করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং