———-আশিক রাহিম————-
তোমার বাড়ির আকাশে আর মন বসে না
কার কাছে যাই, বুকে জ্বলে জ্যান্ত বাসনা
এই ক্লান্ত পরিবেশ, ক্ষুধার্থ মগজ, শহরজুড়ে —
দূষিত বাতাস, ট্রাফিক জ্যাম মাথায় নিয়ে ঘুরে বেড়াই
আগ্রাবাদ, ফকিরহাট, কাস্টমস। শান্তি খুঁজি রোদেপুড়ে
আমার শৈশবের প্রেমিকার চোখ জুড়ে আছে উরখুলিয়া
ভুলতে চাইলেও ভুলতে পারছি না, তিতাসের সচল বাঁক
এখনও মনে পড়ে, তার বুকে হারিয়ে ফেলা মহা-মায়া
কতো প্রিয় মুখ নুয়ে গেছে ধান গাছের মতো, পশ্চিমের —
আকাশে সূর্যের মতো, ধীরে-ধীরে নেমে গেছে মৃত্যুর ঝাঁক।
প্রেম, সঙ্গমতৃষ্ণা, ধনতান্ত্রিক সফলতা যেন কুসুমের বিষাদ
হৃদয়ের স্বাদ কেড়ে নিয়ে, তাকে দিয়েছে নীরব অশ্রুপাত।