1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

চাকরির শেষ দিনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন শিক্ষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।। কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদকে কর্মজীবনের শেষ দিনে হেলিকপ্টারে করে বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে বিদ্যালয় থেকে উপজেলার ভিংলাবাড়ি শিক্ষকের নিজ গ্রামে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতা ভিড় করেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, হারুন উর রশিদ টানা ৩০ বছর আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি প্রায় এক যুগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আজ তার শেষ কর্মদিবস ছিল। তিনি কৃতিত্বের সঙ্গে দীর্ঘ কর্মজীবন পার করেছেন। তাই তার বিদায়ের দিনে সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন তার বিদায়ের খবর শুনে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছুটে আসেন।

সাইফুল ইসলাম শামীম নামের এক প্রাক্তন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমরা স্যারের কাছে পাঠদান করেছি। স্যারের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করছেন। আমিও একজন শিক্ষক হয়েছি। ছাত্রজীবনে দেখেছি তিনি কতটা আন্তরিক ছিলেন। শুধু আমারই নয়, সকল ছাত্রদের প্রিয় শিক্ষক ছিলেন তিনি। তার বিদায়ের খবর শুনে আমরা ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে আনি। তার বিদায়টিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া।

বিদায় নেওয়া শিক্ষক হারুন উর রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমার দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে এসে যে সম্মান পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এতটা সম্মান জানানোর জন্য আমার শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং