1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে আলোচিত শাকিল হত্যা মামলার বিচার নিয়ে সংশয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।  ঠাকুরগাঁও বালিয়াডাংগীর আলোচিত শাকিল হত্যা মামলার বিধবা বিচারের দাবিতে দ্বারে দ্বারে।

বালিয়াডাংগী হলদিবাড়িতে প্রকাশ্যদিবালোকে হত্যার শিকার হন শাকিল আহাম্মেদ।

এ হত্যার এক বছর পেরিয়ে গেছে ইতো মধ্যে শাকিল হত্যামামলার বাদী নিহত শাকিল এর বড় ভাই মোটা অংকেট টাকা হাতিয়ে নিয়ে মুল আসামি দের আরাল করে তার ইচ্ছে মতো নিরোপরাধ মানুষদের আসামি করে মামলাটির তদন্ত কর্মকর্তা কে প্রভাবিত করে মনগোড়া চার্জশীট প্রদান করছে বলে অভিযোগ করেছেন নিহত শাকিল এর বিধবা স্ত্রী।

তিনি জানান, আমি ঐ দিন ঘটনার সময় উপস্থিত ছিলাম এবং আমিও তাদের হামলার শিকার হই। আমার প্রকৃত জবানবন্দি মামলার তদন্তকর্তা প্রকাশ না করিয়া বাদি সাইদ দ্বরা প্রভাবিত হয়ে মনগড়া চার্জশিট প্রদান করছে ।এই মামলায় অভিযুক্ত আসামি সহ মুল আসামি সহ অব্যাহতি পাওয়া আসামি দের মোবাইল ট্রাকিং এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করলে প্রকৃত আসামিদের সনাক্ত করে সুষ্ঠ বিচার সম্ভব। অন্যথায় এই মনগড়া চার্জশিট এ আমার স্বামীর মুল হত্যাকারিদের বিচারে বন্চিত হবো।

এবং শাকিল এর বিধবা স্ত্রী আরো জানন তিনি এ হত্যা মামলার বাদী সাইদ কতৃক তার মৃত স্বামীর ব্যাবসার টাকা আত্মসাৎ এর শ্বিকার হন সেই পাওনা টাকা চাইলে বিভিন্ন ভাবে লান্চিত সহ যৌন হয়রানির শিকার হয়েছেন।

এবিষয়ে ঠাকুরগাঁও নারীশিশু নির্যাতন আইনে ১০৮/২৩ নং মামলা করেন। সে,মামলায় আসামি সাইদ ও জাহাঙ্গীর তার লোকজন কতৃক বিভিন্ন হুমকিতে নারীশিশু মামলার সাক্ষীদেরও নানা রকম হুমকির স্বীকার হয়েছে। স্বামী হত্যার প্রকৃত খুনিদের বিচার চাইতে নিহত শাকিল এর বিধবা স্ত্রী মনগড়া চার্জশিট এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে না রাজী প্রদান করেন।নিহতের বিধবা স্ত্রী দাবি করেছেন এ মামলায় বাদীর শ্রেনীভুক্ত অন্যথায় প্রকাশ্য দিবালোকে হত্যার বিচার অধরাই রয়ে যাবে।

সরেজমিনে গিয়ে জানা, যায় টাকা লেনদেন এর এর বিষয়টি।এবং শাকিল এর বিধবা স্ত্রী তার ভাসুর সাইদ কতৃক ইফটিচিং সহ বিভিন্ন হুমকির স্বীকার হচ্ছে প্রতিনিয়ত সাইদ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে ভয়পায় স্থানীয়রা।নিহতর বিধবা প্রভাবশালী দের শাকিলের বিধবা স্ত্রী স্বামী হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করে নিহতের বিধবা স্ত্রী এ বিষয়ে বিচারের সহোযোগিতায় প্রেসক্লাব ঠাকুরগাঁও ,মহিলা শিশু বিষয়ক মন্ত্রালয় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা সভাপতি বারাবর বিচারের সহোযোগিতায় লিখিত আবেদন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং