পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপহার সামগ্রী বিতরণ করেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। পঞ্চগড় পৌর এলাকার তিনশ জন নারী পুরুষকে শাড়ি, লুঙ্গি ও ত্রিপিস প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া হয়।
পৌর মেয়রের বাসভবনের সামনে সোমবার সকালে এসব উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা হিসেবে (চাল) বিতরণ করার করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা শুধু আপনাদেরই উৎসব নয়, আমরা যারা বাঙালীর সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরের কথা ভাবেন। আপনারা যেন একটু ভালভাবে এ উৎসবটা উদযাপন করতে পারেন, তার জন্যেই আজকে এই উপহার। সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ, বাঙালি। একসময় পূজা মণ্ডপের সংখ্যা অনেক কম ছিল, এখন তা বেড়েছে। দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এটা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আনার আহবান জানান। ’
এ সময় যুবলীগ নেত্রী জেবুন্নাহার মুক্তা, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #