শারদীয় শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক।। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েন ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের রূপকার, বদলে দাও ঠাকুরগাঁও এর আহবায়ক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক।
ঠাকুরগাঁও জেলা সহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের রূপকার, বদলে দাও ঠাকুরগাঁও এর আহবায়ক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।