——ঊষসী জি.ব্যানার্জি —–
ভালো থাকার ভান করে
কতদিন আর
ভোলানো যায় নিজেকে!
প্রতিমুহূর্তে তৈরি করা হাসি
ঝরনার মতো
ঝরানো যায় আর কতদিন!
অভিনয় দর্পণের শিক্ষাও
হার মেনে বলে-
‘ক্ষান্ত হ এবার!’
ক্লান্ত আয়নার নীরবতাও
দেখতে চায়
আসল আমিকে-
শতচ্ছিন্ন, হাঁটু গেড়ে বসে পড়া
আমি কে!
দুনিয়ার কোলাহল
কানে আসেনা আর-
আসে শুধু অন্তরাত্মার হাহাকার,
চায় স্বীকারোক্তি!
আজ বুঝি এসেছে সময়-
সরে গেছে সব নীল প্রহেলিকা!
আজ তাই দিয়ে যাই
সেই সরল স্বীকারোক্তি-
“ভালো নেই,
ভালো ছিলাম না কোনদিনও!”