এম বাদল খন্দকার।। ব্রাক্ষনবাড়ীয়া ২ ( সরাইল আশুগঞ্জ) উপনিবাচন কে সামনে রেখে ২০ অক্টোবর দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের মেম্বার জনাব মোঃ আরিজ মেম্বার সাহেব এর বাড়ীতে আগমন উপলক্ষে এডঃ জিয়াউল হক মৃধা কে ফুল দিয়ে বরন করেন মোঃ সাফায়েত উল্লা( সাফাই) ও বতমান মেম্বার জনাব মোঃ আরিজ মিয়া সাহেব। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পাটি সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা জনাব মোঃ মাহফুজ মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের মেম্বার জনাব জামাল আহমেদ, ও ৫ নং ওয়াড মেম্বার জাতীয় পাটি নেতা জনাব মোঃ ফরহাদ মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের জাতীয় পাটি নেতা সাইফুল ইসলাম, ও এলাকায় গন মান্য ব্যঔিবগ গন উপস্থিত থেকে এডঃ জিয়াউল হক মৃধা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এডঃ জিয়াউল হক মৃধা সকলের কাছে আগামী ৫ নভেম্বর উপনিবাচনে ওনার নিবাচনী প্রতিক কলাছড়ি মাকায় ভোট দেওয়া জন্য আহবান জানান ও সকলের কাছে দোয়া চান।