1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা

পঞ্চগড়ের আটোয়ারীর পূজামন্ডপ পরিদর্শনেকালে আ.লীগ নেতা মুক্তা ” আবার নৌকায় ভোট দিন “

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তা সনাতন ধর্মাবল্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে শুক্রবার ষষ্ঠীর দিনে গভীর রাত পর্যন্ত আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বশাকপাড়া, নুনুমন্ডল, দক্ষিণ বারআউলিয়া, নাগপাড়া, ধামোর ইউনিয়নের বালুবাড়ি রাজাগাঁও, পুরাতন আটোয়ারি, শিকটিহারি,সজনাপাড়া, তড়েয়া ইউনিয়ের বারোঘাটি, বোধগাও, রাধানগর ইউনিয়নের রঘুনাথপুর, আটোয়ারি কেন্দ্রীয় মন্ডপ, রসেয়া জামরিকুরি, রসেয়া দিনমারা, ডুংডুঙ্গির হাট, শিমুলতল, আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী,মলানী,বালিয়া, পাল্টাপাড়া, বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ, বটতলী, কৈমারি, চামেশ্বরী, লিলারমেলা পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি প্রত্যেকটি পূজামন্ডপে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবল্বীদের খোঁজ-খবর নেন। পূজা উদযাপনের সুবিধা-অসুবিধার কথা শুনেন। পূজামন্ডগুলোতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা শুধু আপনাদেরই উৎসব নয়, আমরা যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরের কথা ভাবেন। সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ। একসময় পূজা মণ্ডপের সংখ্যা অনেক কম ছিল, এখন তা বেড়েছে। দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এটা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।
তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ, বাঙালি।
তিনি বলেন, বিএনপি-জামায়ত ধর্মের নামে, আন্দোলনের নামে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এদের ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহবান জানান।
এ সময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সনাতন ধর্মের নেতার তাঁর সঙ্গে ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং