মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভা কর্তৃক পৌর এলাকার ৪৩ টি পূজা মন্ডবে ২লক্ষ ৫৮ হাজার টাকা প্রদান করলেন ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
২১ অক্টোবর ২০২৩ ইং শনিবার দিনাজপুর কালিতলাস্থ শ্রী শ্রী মাশান কালী কেন্দ্রীয় মন্দিরের শ্রী শ্রী দূর্গা মন্ডবে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ প্রদান কালে তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার,সকল ধর্ম বর্ণিল মানুষের দেশ আমাদের এই বাংলাদেশ। সৌহার্দ সম্প্রতীর এই বাংলাদেশে আমরা রোজা এবং পুজা একই সঙ্গে উদ্যাপন করি। আগামীতেও আমরা এভাবে সম্প্রতি বজায় রেখে দেশ কে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা।
দিনাজপুর কালিতলাস্থ শ্রী শ্রী মাশান কালী, পূর্ব কালিতলা বারোয়ারী দূর্গা মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী বারোয়ারী মন্দিও, উপশহরস্থ মহাজন পাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী ও দূর্গা মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডব তিনি পরিদর্শন করেন।
এছাড়াও তিনি সাধুরঘাটে লাইটিং সর্জার জন্য আরো ২০ হাজার টা সর্বমোট ২ লক্ষ ৭৮ হাজার টাকা পৌরসভা কর্তৃক প্রদান করেন। এবং এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র-২ এ কে এম মাসুদুল ইসলাম প্রমুখ।