স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের বোদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে বিরোধী পক্ষের হামলায় গতকাল সন্ধায় তিনজন আহত হয়েছে৷ আহতরা হলেন, মৃত বাবলুর রহমান বাবুলের ছেলে মেহেদী হাসান, মজিবর রহমান ও তার স্ত্রী সুফিয়া বেগম। আহতরা এখন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গতকাল রাতে আটোয়ারী স্ট্যন্ডে সন্ধা ৬ টায় এ হামলার ঘটনা ঘটে।
মৃত বাবলুর রহমান বাবুলের ছেলে মেহেদী জানান, আমরা জমির বিষয়টি নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলতে গেছি৷ সেখান থেকে আমার ফুফা ইউনুস আমার মাকে নিয়ে হোটেলে চা খাইতে যায়। সেখানে কথা-কাটাকাটি হওয়ার পর ইউনুস আমাকে থাপ্পর দেয়। পরে ইউনুসের ছেলে মুন্না-মারুফের নেতৃত্বে ১৮-২০ জন স্থানীয় কিশোর গ্যাং সহ আটোয়ারী স্ট্যন্ড এর সামনে আমাদের উপর হামলা করা হয়। এবিষয়ে জানতে ইউনুস ও কাউন্সিলর শাহজাহান সিরাজকে ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।
এ হামলার ঘটনায় বিচার চান আহত ব্যক্তিরা৷