স্টাফ রিপোর্টার।। জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সভায় জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন সভাপতির বক্তব্যে পাতানো নির্বাচনের পাঁয়তারা বন্ধ করতে, গণতন্ত্রের পথে দেশবাসীকে এক হওয়ার আহবান জানান। তিনি লুটেরা-দুবৃত্তরা শাসক-শোষকের উচ্ছেদ করে জনতার শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাকল্পে গড়ে তোলার আহবান জানান।
সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সহসভাপতি শামুস কিবরিয়া প্রধান, মো. নাজিম উদ্দীন, আতিকুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো,সহ সম্পাদক হায়দার আলী, জাসদ নেতা কায়ছার হামিদ সজীব প্রধান, মাসুম প্রধান, আনছার আলী বক্তব্য দেন।
সভায় জেলা-উপজেলা, পৌর জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। #