ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে আমজানখোর ইউনিয়নের ঐতিহাসিক বড় আমগাছপাশে ক্যাম্পের হাট বাজার।এই বাজারে অবৈধভাবে গরুর চিকিৎসকের লাইসেন্স তৈরি করে দিচ্ছেন গরুর চিকিৎসকা।কসাই নামে ডাঃআনারুল ঠিক মতো জানেন না গরু চিকিৎসা।অথচ চিকিৎসা দিচ্ছেন গরু,ছাগল, হাঁস মুরগী সহ ইত্যাদী প্রাণী।
গেল কয়েক দিন আমজানখোর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসেদ আলী গরুর ভুল চিকিৎসা দেয়। ভুল চিকিৎসার কারণে প্রায় ৭০ হাজার টাকার দামের গরুটি মারা যায় বাসেদের। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার গণমান্য ব্যাক্তিদের দিয়ে ২০০০০ হাজার টাকায় করেন মিমাংসা। অথচ তিনি নিজেও জানেন না চিকিৎসা কিভাবে দিতে হয়। এলাকার মানুষের কাছে জানতে চাই এলাকার মুজিবুর রহমান নামে একজন বলেন।
গত কয়েক দিন আগে আমার বড় বোনের একটি গরুর চিকিৎসকার জন্য আনারুল ডাঃকে বললে তিনি গরুটি ভুল চিকিৎসা দেয় যার ফলে গরুটি তাৎক্ষণিকভাবে গরুটি মারা যায়।
পরে জানতে পারি আনারুল ডাঃ না তিনি ক্যাম্পের হাট বাজারে অবৈধ লাইসেন্স বিহীন গরুর ঔষধ বিক্রি করেন।
এই ব্যাপারে বালিয়াডাঙ্গী ভেটানারী কমকর্তা জনাব নাসিরুল ইসলাম বলেন। ইদানিং কিছু ভুয়া চিকিৎসক বের হয়েছেন।
মিডিয়া তাদের নাম প্রকাশের জন্য আপনাদের অনুরোধ করছি।মিডিয়া প্রকাশ হলে তাদের বিরুদ্ধ আইন অনুযায়ী ব্যাবস্থা নিব।
ভুয়া চিকিৎসক আনারুলের মোবাইলে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করলে ফোন ধরেনি।