1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ীর ঢোলভাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু আহত ২ মহান মে দিবসে ,্ পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের আলোচনা সভা শ্রমিক //  নীলিমা আক্তার নীলা সারা দেশের ন্যায় পলাশবাড়ীতে ও মে দিবস পালিত পঞ্চগড়ে শব্দ সচেতনতা দিবসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ড চারটি দোকান পুড়ে ছাই নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে ক্ষোভ পঞ্চগড়ের বোদায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ১ বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা ডাইনি হাসিনা থেকে রেহাই পেয়েছি ……ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লোকজ শব্দ ‘কটকটি’

প্রভাষক মো.সোহেল রানা
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

।। মো. সোহেল রানা ।। 

সোনালি শৈশব, আহ! পরম তৃপ্তির। কার না মনে আছে-ফেরিওয়ালাদের কথা। মৌসুমভেদে গ্রামে দেখা যেতো হরেক রকমের ফেরিওয়ালা। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কাঁধে করে নিয়ে বেড়াত ফেরিওয়ালারা। ফেরিওয়ালার ঘুণ্টির শব্দের অপেক্ষায় কান পেতে থাকতাম। ঘুণ্টির শব্দ শুনলেই এক দৌড়ে যেতাম ফেরিওয়ালার কাছে। আইসক্রিম, হাওয়াই লাড়ু, দই, চিড়া, মুড়ি, শনপাপড়ি, বাদাম, চানাচুর আরো কতো কি খাদ্যের চমক থাকতো ফেরিওয়ালার কাছে। এই লোকজ খাদ্যগুলো এখন আধুনিক মোড়কে বাজারজাত হচ্ছে এবং তা ফ্যাশনে পরিণত হয়েছে। কাউনের চাল দিয়ে প্রান্তিক জনগোষ্ঠী এক সময় তাদের ক্ষুধা নিবারণ করত। এখন কাউনের চাল সুস্বাদু পায়েশ তৈরির অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাতলা কাউনের ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা ও মরিচগুঁড়ার স্বাদ ঠাকুরগাঁওবাসী কখনো ভুলতে পারবে না বলে আমি বিশ্বাস করি।

ঠাকুরগাঁওবাসী আপনাদের কি মনে আছে গ্রামে ফেরিওয়ালারা যখন এই ‘কটকটি, কটকটি’ বলে ঘুণ্টির তালে তালে চিৎকার করতো সেই দৃশ্য। ভুলা হয় না কখনো, ভুলা যায় না। কটকটি খাওয়ার সময় কার না ঠোটে গালে লেগেছে। এসব মুখরোচক খাবার খেতাম বিনিময় প্রথার মাধ্যমে। ধান, চাল, গম, অব্যবহৃত লোহা, অপ্রয়োজনীয় প্লাস্টিক যে যেটা সংগ্রহ করতো সেটা দিয়ে খাবার নিতো। কখনো কখনো ফেরিওয়ালার সঙ্গে মজার ঝগড়াও করতাম। কারণ বিনিময়ের কোনো মাপকাঠি না থাকাতে আমরা চেষ্টা করতাম বেশি বেশি নিতে আর ফেরিওয়ালা চেষ্টা করতো কম দিতে।

এখন আসা যাক ‘কটকটি’ শব্দের তাত্ত্বিক বিশ্লেষণে। ব্যাকরণগত দিক থেকে ‘কটকট’ ধ্বন্যাত্মক অব্যয়ের দ্বিরুক্তি। যার আভিধানিক অর্থ শক্তবস্তু কাটা বা কামড় দিয়ে ভাঙার অনুকার শব্দ। আর ‘কটকট’ শব্দের সঙ্গে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়ে ‘কটকটি’ শব্দটি গঠিত হয়েছে। আমাদের অঞ্চলের লোকজ খাদ্য ‘কটকটি’ শক্তবস্তু এবং খাওয়ার সময় কটকট শব্দ হয় অর্থাৎ ধ্বন্যাত্মক অনুকারের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, যে মানুষটি নিজস্ব অভিজ্ঞতার আলোকে কটকটি নামকরণ করেছেন তিনি কি অভিধান দেখে করেছেন। অবশ্যই না। বাস্তব অভিজ্ঞতাই এখানে কাজে লেগেছে। কারণ বাংলা অভিধান চর্চার ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, বাংলা অভিধান চর্চার ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। আর ঠাকুরগাঁওয়ের জনসমাজে প্রাচীন কাল হতেই লোকজ খাদ্যবস্তু হিসেবে ‘কটকটি’ নামটি ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক মোড়কে বন্দিকৃত খাদ্যবস্তুর আড়ালে ‘কটকটি’ নামক লোকজ খাদ্য কালের গহ্বরে হারিয়ে গেছে। কিন্তু শব্দটির ব্যাকরণিক ইতিহাস তৈরি হয়েছে। বিশেষ অভিজ্ঞতায় সৃষ্ট লোকজ শব্দগুলো এভাবেই টিকে থাকে লোকজসংস্কৃতির ধারক হিসেবে। তাই আসুন বলি, জয়তু ‘কটকটি’।

লেখক :-মো. সোহেল রানা
গবেষক, বাংলা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং