ঝড় প্রতিবেদন।। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মীর মোজাম্মেল হক স্যার আজ ভোরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সদা হাস্যোজল এই শিক্ষকের প্রথম নামাজে জানাযা আগামীকাল (০৬/১১/২০২৩) সকাল ৯ টায় ঠাকুরগাঁও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা বালিয়াডাঙ্গী সনগাঁও-এ ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। সর্বশেষ তিনি কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছেন,হোমিওপ্যাথি কলেজের প্রভাষক ছিলেন। এছাড়া দীর্ঘ বছর ধরে তিনি নিজের গ্রামের বাড়িতে একটি মসজিদে ইমাম হিসেবে কাজ করেছেন।