1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

কেএনএফ’র সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক, ৩ সমঝোতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির সরাসরি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তিনটি বিষয়ে সমঝোতা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টারে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, কেএনএফ প্রেসিডেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য লাল এং লিয়ান বমসহ কমিটির পাঁচ সদস্য, নিরাপত্তা বাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি জানিয়েছেন, প্রথম বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় কেএনএফ সদস্যরা খুবই আন্তরিক। বৈঠকে যারা উপস্থিত ছিল তারা সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনটি বিষয়ে আপাতত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত কেএনএফ ও নিরাপত্তা বাহিনী কোনো পক্ষই সংঘাতে যাবে না। কেএনএফসহ বম সম্প্রদায়ের যারা উদ্বাস্তু রয়েছে তাদের পুনর্বাসনে সহায়তা ও বম সম্প্রদায়ের শিক্ষা চিকিৎসা উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে সরকার।

তবে আগামীতে বৈঠকে আরও অন্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শান্তি কমিটির সভাপতি।

এদিকে বৈঠককে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ওই এলাকায়। এর আগে কেএনএফ শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে বেশ কয়েকবার ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেও এই প্রথম তারা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির কাছে কেএনএফ ছয় দফা দাবি দাওয়া পেশ করেছে।

কেএনএফ’র পক্ষ থেকে প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এল্ডার লালএংলিয়াং, উপদেষ্টা মন্ডলীর সদস্য রুয়াললিন (রুয়ালা), উপদেষ্টা মন্ডলীর আরও এক সদস্য এল্ডার চেওথুয়াম, কার্যকরী কমিটির সদস্য পালিয়ান (লিয়ানা) ও কার্যকরী কমিটির আরও এক সদস্য মি. লালওলিভময়। তবে উপস্থিত ছিলেন না কেএনএফ প্রধান নাথান বমসহ প্রধান নেতাদের কেউ।

এদিকে এর আগে এক বিশ্বস্ত সূত্র দাবি করে, সম্প্রতি কেএনএফ’র সদস্যরা অন্তর্দ্বন্ধে লিপ্ত হওয়ায় সংগঠনটির মধ্যে ফাটল বিরাজমান। এজন্য আগে থেকেই সন্দেহ করা হচ্ছিলো শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে বৈঠকে উপস্থিত থাকবে না সংগঠনের প্রধান কেউ। কেএনএফ’র প্রধান কোনো সদস্য উপস্থিত না থাকায় তাদের মধ্যকার ফাটলের চিত্র বলেই দাবি করছে সূত্রটি।

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে পাহাড়ে কেএনএফ তৎপরতা শুরু করে। এদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ ২২ জন নিহত হয়। কেএনফের ১৭ সদস্যকে আটক করা হয়।

এদিকে এর আগে এক বিশ্বস্ত সূত্র দাবি করে, সম্প্রতি কেএনএফ’র সদস্যরা অন্তর্দ্বন্ধে লিপ্ত হওয়ায় সংগঠনটির মধ্যে ফাটল বিরাজমান। এজন্য আগে থেকেই সন্দেহ করা হচ্ছিলো শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে বৈঠকে উপস্থিত থাকবে না সংগঠনের প্রধান কেউ। কেএনএফ’র প্রধান কোনো সদস্য উপস্থিত না থাকায় তাদের মধ্যকার ফাটলের চিত্র বলেই দাবি করছে সূত্রটি।

কেএনএফ’র সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠকে ৩ সমঝোতা-

১। আগামী ডিসেম্বর পর্যন্ত কেএনএফ ও নিরাপত্তা বাহিনী কোনো পক্ষই সংঘাতে যাবে না
২। কেএনএফসহ বম সম্প্রদায়ের যারা উদ্বাস্তু রয়েছে তাদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার
৩। বম সম্প্রদায়ের শিক্ষা ও চিকিৎসা উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং