–—- – রিতুনুর ——
সকালের সূর্যোদয়ের আগেই
মাঠে যায় চাষি।
সারাদিন হাঁটু পানিতে নেমে
মাঠে কাজ করে।
সন্ধ্যা নামার আগে
কাদা মাটি গায়ে মেখে
মাথায় নিয়ে বোঝা চাষি ঘরে ফিরে।
চলেন বলনে তারা
একেবারে সরল সোজা।
দেশের জন্য চাষি ভাই
ঝরায় অনেক ঘাম,
এই সমাজে কে দেয় তাঁদের মুল্য দাম।
প্রতিটি মানুষের খাদ্যের অভাব মিটায়
রোদে পুড়ে মাঠে কাজ করে চাষি।
আমি তাই চাষিদের অনেক ভালোবাসি।
জীবনের ঝুকি নিয়ে মেঘ বৃষ্টি ঝরে,
চাষিরা শ্রম দিয়ে যায়
লাল গোলাপের শুভেচ্ছা তাদেরি শোভা পায়।
চাষাবাদ পশুপালন করে মানুষের খাদ্যের অভাব মিটায় যারা
মানুষের চেতনায় আসুক এবার তারা।