——-রিতু নুর——-
স্বপ্ন পূরণের আশায় লালন করি
পশু পাখি,
সারাদিন ওঁদের সাথে সাথে থাকি।
ডিম পারলে জমিয়ে রাখি,
শুক্রবার এলে হাটে যাই।
ডিম বিক্রি করে
সংসার চলে আমার ভাই।
আরো আছে
আমার কিছু গরু ছাগল,
কখনো কখনো
ওদের পিছু ছুটতে ছুটতে
হয়ে যাই পাগল।
আমি এক বিরঙ্গনা নারী,
কখনো কাঁদি কখনো রাঁধি
এভাবেই করি স্বপ্ন পূরণ
নিরব কষ্ট আমার চোখে মুখে
তবু ক্ষণে ক্ষণে,
ভাওয়াইয়া গান ধরি সুখে।
এভাবেই কত বসন্ত হল পার
কখনো তপ্ত রোদে পুড়ে,
জীবনটা জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার।
এই সবি’তো স্বপ্ন পূরণের আশায়,
গৃহপালিত জীবজন্তুু ধরে রাখি ভালবাসায়।।