শাহনাজ পারভীন মিতা
কবিতা তুমি কী এক নেশা
নিকোটিনের মত শুধুই ধোঁয়াশা!
শব্দ ছন্দে শুধুই পোড়ায়
মনের গহন গভীর যন্ত্রনায়॥
সেখানে ফিস ফিস ,কোথায় তুমি
একাকী শালিক ,নিঃসঙ্গ আমি!
বকুল ছড়ানো রাস্তায়
কষ্টের নদী বয়ে যায়।
খুঁজে ফিরি অসীম আকাশ
মনের বাতায়নে শুধু ঝড়ো বাতাস ,
সেই বাতাসে অবিরাম শব্দ ঝরে
বিষাদে বেদনায় মনের শূন্য ঘরে ।
কবিতার শব্দেরা পাখা মেলে
প্রজাপতির ডানায় মনের অতলে,
সেই ক্ষণে তুমি নিশ্চুপ প্রেমে
চুপি চুপি এসে দাঁড়াও অসীমে ।
কত কথা বলো ,নীরবে অপার দ্বন্ধে
জীবন থমকে যায় কবিতা ছন্দে ।