—-—– ফেরদৌসী রুবী ———–
থাকতে চেয়েছি পাশে তোমাদের করলে শুধু আঘাত।
অন্ধকারে নিমজ্জিত মানবতা ফিরবে কবে প্রভাত।
রাখতে চেয়েছি আপন করে আমার নিজের ঘরে।
সেই সুযোগেই দিয়ে যাচ্ছ আঘাত একটু একটু করে।
ধোকা দিয়ে কেউ কখনো পায়না কভু পার,
হঠাৎ একদিন তার জীবনে আসবে ভীষণ ঝড়।
সামলাতে যদি নাহি পারো ঝড় হবে লন্ড ভন্ড।
চোখ থাকিতেই লোক সমাজে হবে তুমি অন্ধ।
থাকতে সময় হও হুশিয়ার নাহি কর লোভ।
লোভে শুধু হয়না পাপ বাড়ে অনেক ক্ষোভ।
সব জেনেও না জানার মত রয়েছি চুপ করে।
অভিশপ্ত জীবন হবে সুখ পাবেনা আপন ঘরে।
মায়ের কোলে জন্ম নিলে হয়ে নিস্পাপ।
কর্ম দোষে মানুষ কেন দেবে অভিশাপ।