—–নূর নাহার সুষমা (সাথী) —
আমি যদি পাখি হতাম
হাওয়ার সাথে সন্ধি করে
মেলে দিতাম ডানা।
এলো মেলো হাওয়া গুলো
দিতো আমায় এলোপাতাড়ি
দোলা,
মেঘের রাজ্যে ভেসে ভেসে
দিতাম পারি-
যোজন যোজন পথ।
তুমি তখন থামিয়ে দিতে
তোমার চলার রথ।
আলিঙ্গনের অভিলাষে
বাড়িয়ে দিতে বাহু-
আমি তখন হঠাৎ
ভয়ে চুপসে গিয়ে
ভাবছি একি শনির দশা
নাকি করাল রাহু?
ধূতুরি ছাই! এমন কেন হবে?
সে তো পাশে পাশেই রবে।