তোমার পেছনে ছুটেছিলাম নাকি আমি
ছুটেছিলাম সময়ের পেছনে!
সবাই বললো, বুঝলে সবই আসলে পেশী আর গতির ব্যাপার,
অশ্বশক্তিসম্পন্ন হওয়ার জন্য চেপে বসি ঘোড়ার পিঠে।
লোকেরা বললো, এমন ছুট দেবে যে পড়বে হুমড়ি খেয়ে,
নেমে পড়ি এবং গর্দভে সওয়ার হই—
লোকেরা বললো, বুঝলে বড় রাস্তায় উঠতে উঠতে বুড়ো হয়ে যাবে!
নেমে পড়ি পৃষ্ঠদেশ থেকে,
ঝলসে যাই তীব্র ক্ষুৎপিপাসায়।
সংবিৎ ফিরলে দেখি ঘোড়া চলে গেছে সীমানা ছাড়িয়ে,
অন্য দিকে উধাও গাধাও।
দেখি পাশে এসে দাঁড়িয়েছে ক্রাচ হাতে এক লোক—
জিজ্ঞাসু: দাঁড়িয়ে রয়েছো যে!
মনে মনে বলি, ঘোড়া-গাধা খুঁজতে খুঁজতে আমার দিন গেছে।
অথচ লোকটা ক্রাচ দিয়েও কীভাবে পেরিয়ে যায় সময়কে!
তোমাকে দাঁড়াতে বলেছিলাম,
সকলের মত তুমিও বলেছিলে, সবই আসলে পেশী আর গতির ব্যাপার!
চতুর্দিকে আমি পেশী আর গতির সন্ধান করেছি শুধু।
আজ অসময়ের ব্যায়ামে পেশীতে টান পড়ে এবং পায়ে ব্যাথা!