স্মৃতির সময় সারা ঘর জুড়ে
শৌখিন আসবাব, মূর্তি ,ছবির অন্দরে,
তাজমহলের ওই রেপ্লিকা আদরে অন্তরে
বিকালের তপ্ত রোদ্দুরে তাজের মর্মরে।
শাহজাহান ও মমতাজের অমর প্রেম
জীবন তৃষ্ণার অতলে নিকষিত হেম॥
বইয়ের আলমারি জুড়ে কত শত বই
রবীন্দ্রনাথ নজরুল কত শব্দের খই,
ঘরের কোনে পাখির কিচির মিচির
মাধবীলতার ঝোপ মনের মাঝে নিবিড়।
যেদিকে তাঁকাই স্মৃতির নীরব সময়
সুখ দুখের প্রহরে পাথর গড়িয়ে যায়,
ভোরের আলো ফোটে সকালের রৌদ্দুরে
সন্ধ্যা ঘনায় রাত্রি নেমে আসে জীবন আঁধারে।
তবুও গাছে গাছে সবুজ পাতা নীরব বসন্ত
পৌষের মাঝে রোদমাখা সকাল শুধু জীবন্ত,
ভাদ্র দিনে শাড়ীগুলো রোদ্দুর মাখে
মনের ঘরে জানালার কার্নিশে জীবন শাখে ।