“”রেজাউল করিম রাজা””
ভালোবাসা জাগিয়ে দেয় অন্তরে
ভালোবাসার মানুষ থাকে নসিবে•
আমি ভালো আছি ভালো
নেই তুমি.
তুমি যে আমার মনেরই আঙ্গিনায় বসিয়া
ব্যাথা পাচ্ছে মনের এই কলিজা•
ব্যাথা ভরা যৌবন দিলে
আজ ভাবী
যে একা মনের আঙ্গিনায় কলিজায়
বিষমাখা কথা ছড়া•
ভালোবাসা মানে এই নয় যে তুমিও করবে লুকেচুরি
খেলা•
আমি আমার তরে চলি
তুমি যে মনের আঙ্গিনায়
বসিয়া,
ব্যথ তুমি নহে তোমার মন
– ভালোবেসে মোর আঙ্গিনায় বসিয়া••