।। শাহ সাবরিনা মোয়াজ্জেম।।
মহিমাগঞ্জে পাড়ের সাঁকো!
সজ্জ্বিত চিতার চারপাশে
পৌরুষ পুরোহিতের ভীড়ে অবলা—!
নিরুপায় সিঁদেল ঠাকুর বরাবরই নির্দোষ
উত্তাপে শ্রেণিবিহীন—!
আমার মতে অসুরপন্থীরা খোজা!
বদের রাজ্যে জাগরিত সেপাহি!
কেননা—অবলাপন্থীরা চিরদিন
বায়বীয় কন্যা—
আহারে—হৃদমাজারে বৈধব্যের চিতা
— উন্মোচনে বিবর্তনীয় প্রক্রিয়াতেই
তল্লাশি চালায় ঋজুমন!
বিষ্কম্ভক কি বীভৎস এই ঊর্ণবিষ!
যার তরে—মন পোড়ে সাথে বনও পোড়ে!