।। যুথী কাজী।।
অসাধারণ রুপবতী বসন্ত
নীল ভালোবাসা আজ অশান্ত,
মনের শহরে এলোমেলো হাওয়া
হবে কি আজ তোকে পাওয়া!
একাকী বসে নিরালায়
আঁকড়ে থাকিস তুই ভাবনায়,
ভালোলাগার আবেশে ডুবি
তুই কি আমার হবি!
মরুভূমির তপ্ত বালিরাশি
তোর ছোঁয়ায় আবেগী হয় অহর্নিশি
ভালোবাসার রঙে রঞ্জিত হয়
ঝিকিমিকি প্রেমের বিচ্ছুরণ ছড়ায়!
অলস দুপুর বেলায়
যখন মন ভেসে যায় ভেলায়,
তখন ঠিক তুই আমায় জড়িয়ে
এক বুক ভালোবাসা নিয়ে!
তোর ওঁষ্ঠে আলতো ছোঁয়ায়
গভীর প্রেমের অনুভূতি জাগায়,
ঐ ঠোঁটে জমা পৃথিবীর সব সুখ
চঞ্চল হয় লোভী আমার চোখ!
তোকে ভালোবাসি বলে
ডুব দিব তোর মনের অতলে,
তুই কি আমার হবি?
ভালোবেসে পায়ে পায়ে হাঁটবি?