নিজস্ব প্রতিবেদক।। সম্প্রতি ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় এক বিবাহিত নারী ও পুরুষকে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা আটক করেছে। উভয়েই বিবাহিত এবং তাদের পরিবার ও সন্তান-সন্ততি রয়েছে। দীর্ঘদিন গোপনে সম্পর্ক চালানোর পর ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
গ্রামবাসীর মতে, এধরনের আচরণ শুধু পারিবারিক বন্ধনকেই ভেঙে দেয় না, বরং সন্তানদের ভবিষ্যৎ, সামাজিক মূল্যবোধ ও এলাকার সুনামও নষ্ট করে। এমন ঘটনায় পরিবার ভেঙে যাওয়ার পাশাপাশি সমাজে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, সমাজে যদি সবাই পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় নীতি ও সামাজিক শৃঙ্খলা মেনে চলে, তাহলে এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।