
যে হাত ধরে বাঁচতে ইচ্ছে হতো যুগের পর যুগ
দেয়নি সে সুখ।
হয়তো একদিন মিলবে,
এই আশা জাগতো মনে
বজ্রপাত পরক্ষণে।
তাইতো এই হৃদয়ে দহন জ্বালা,
অন্তত পুড়ে হয়েছে ছাঁই কালা।
এখন কালারে ভেবে
কাব্য লিখি সকাল বিকাল সন্ধ্যা বেলা
গোধূলি অবেলা
মনে পড়ে যখন তাকে
স্মৃতিতে ফিরে যাই রূপসার বাঁকে
সেখানেই অতীত এসে
জমায় পিপীলিকার মতো ভীড়,
গা করে শিরশির।
এলোমেলো বাতাস নারকেল সুপারি
গাছের ফাঁকে অবিরাম ঝিঁঝি ডাকে,
জোনাকি পোকারা উড়ে এসে
দেয় স্বর্নের মত দীপ্ত আলো,
তোমার হাতে হাত রাখতে
লাগতো কতো ভালো।
আজ-ও জাগে হারানো আবেগ
ভুলে যাই যখন ফিরে বিবেক কারণ তুমি অন্যের।