
স্টাফ রিপোর্টার:পঞ্চগড়:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতারা মাজেদুর রহমান বকুল নামের একজনের লিজকৃত দোকান দখল করে দলীয় কার্যালয়ে রূপান্তর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত কয়েক মাস ধরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, মাজেদুর রহমান বকুল ২০২০ সালের ৪ জুন ইউনিয়ন পরিষদের সাথে ২০ বছরের লিজ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিনি নিজ অর্থায়নে বলরামপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত কৃষি ক্লাব ভবনের স্থানে ২০ ফুট × ১২ ফুট আকারের একটি দোকান নির্মাণ করে ওই দোকানে বস্তার ব্যবসা শুরু করেন। চুক্তি ১ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর হয়। অভিযোগ রয়েছে, বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক জুয়েল ও সাবেক সাংগঠনিক সম্পাদক সামাউন হকের নেতৃত্বে একদল ব্যক্তি সম্প্রতি ওই দোকান দখল করে সেখানে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় স্থাপন করেছেন এবং সেখানে দলীয় নানান কর্মসূচি পালন করছেন। সূত্র জানায়, লিজ চুক্তিতে বাৎসরিক লিজ মূল্য ২,০০০ টাকা ধার্য আছে এবং প্রতি ৫ বছর পর মূল্য ১০% বাড়ানোর বিধান রয়েছে। এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামাউন হক ও যুগ্ন সম্পাদক মোসাদ্দেক জুয়েল মাষ্টারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু বলেন, আমি ওই অফিসে যাই না। যারা যায় তাদেরকে এবিষয়ে জিজ্ঞেস করেন। এবিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, অফিস আগে যেভাবে ছিলো, সেভাবে আছে। আমরা কারো দোকান/লিজ নেওয়া জমি দখল করিনি। এবিষয়ে আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বাজলার রহমান জাহেদ বলেন, আমি গাজীপুরে এসেছি। ওই অফিস বিষয়ে কিছুটা শুনেছিলাম। আমি বলেছি, এসব বিতর্কিত জায়গায় যেন অফিস করা না হয়। এবিষয়ে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ বলেন, এমনটা হওয়ার কথা নয়। কালকে সেখানে আমরা যাব। যদি এমনটা হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগন জানান, সামনে নির্বাচন। এই ইউনিয়নে বিএনপির ব্যাপক ভোট রয়েছে। এমন কিছু কাজ করা উচিৎ নয়, যাতে বিএনপির ভোট প্রভাব পড়ে।