
হরিপুর প্রতিনিধি :হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ছোট পুকুর গ্রামে এই ভাবে রেকর্ডীয় চলাচলের রাস্তা দখল করে রেখেছেন কিছু লোকজন।
সেই রাস্তা দিয়ে প্রায় ৫ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন প্রায় শত বছর ধরে।
হঠাৎ করেই রাস্তার জমির কিছু অংশে বাশের বেরিকেট ও দোকান ঘরের বারান্দা রয়েছে,
স্থানীয় লোকজন বেশ কয়েক বার রাস্তার জমি সিমানা সঠিক ভাবে মাপযোগ করে দিলেও তা মানতে নারাজ দোকান মালিক সোহেল রানা পিতা আনিসুল হক ও রাস্তার পাশে থাকা জমির মালিক ইসমাইল হুজুর।
গ্রামের লোকজন এবং এলাকার লোকজনের চলাচলের রাস্তা এই ভাবে বন্ধ থাকলে ধান ভুট্টা মৌসুমে ফসল কেটে ঘরে তুলবেন কি ভাবে তা চিন্তার বিষয় বলে মনে করছেন।
শত বছর ধরে সেই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করছিলো কোন সমস্যা ছিলোনা এখন তা হচ্ছে কেন প্রশ্ন?
জেগেছেন অনেকের মনে।
সামনে ধান ভুট্টা মৌসুমে ফসল তুলে গাড়িতে করে আনতে পারবেন কিনা তা বলছেন এলাকাবাসী লোকজন। কবে হবে সমাধান, কবে চলবে রাস্তায় আগের মতো গাড়ি কে দিবেন সমাধান এই চিন্তায় রয়েছেন এলাকাবাসী ও গ্রাম বাসীর লোকজন।
রাস্তা বন্ধের বিষয়ে দোকান মালিক সোহেল রানার কাছে বিভিন্ন স্থানীয় লোকজন পথ চারি লোকজন জানতে গেলে তিনি বলেন রাস্তা বন্ধ করছি কারো বাপের জমিতে দোকান ঘর তৈরি করছি পারলে কেউ দোকান ঘরে হাত দিয়ে দেখুক দেখে নিবো বিভিন্ন ভাষায় কথা বলেন, তিনি আরও বলেন কোন দোকানের ঘর রাস্তা থেকে সরাবেন না এমনটাই বলছেন তিনি।
এবং পার্শ্ববর্তী জমির মালিক ইসমাইল হোসেন বলেন আমি রাস্তার জমি ছেড়ে দিয়েছি, আমি কোন রাস্তা বন্ধ করিনি তবে দোকান ঘরটি রাস্তায় রয়েছে মাফযোগ করে দেখা গেছে। আগে সে ঘর সরিয়ে নিবে তার পড়ে আমি আমার বাশের ব্যাড়িকেট সরিয়ে নিবো, এমন তালবাহানা করতে থাকলে সঠিক সমাধান দিবেন কে তা প্রশ্ন জেগেছে স্থানীয় লোকজনের মনে।