
।। শহীদুল ইসলাম শহীদ পঞ্চগড়।।
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে পঞ্চগড়-এ সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে পঞ্চগড় জেলা সদরে অবস্থিত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি. সকাল ১০টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড়-এ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বর্তন কর্মকর্তাগণের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী-এর মডারেশনে ও সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। উক্ত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন; দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুরে’র পরিচালক মোহাম্মদ নূরুল হুদা; পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পঞ্চগড়ে’র সভাপতি ডা. মো: খালেদ তৌহিদসহ আরও উপস্থিত থাকবেন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরের দপ্তর প্রধান; জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ।স
উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার, সেবা বঞ্চিত সংক্ষুদ্ধ জনসাধারণ কর্তৃক তাদের অভিযোগসমূহ পঞ্চগড় সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে দুদক এর উধ্বর্তন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠাবোধ, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।
উক্ত গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। ফলে পঞ্চগড় সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার পঞ্চগড়ের সকল নাগরিককে উপস্থিত থাকার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি অনুরোধ জানিয়েছেন।