
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে বহুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো ওয়ারেন্টভুক্ত আসামি আফজাল হোসেন আরিফ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে আটোয়ারী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ সব ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে আদালত থেকে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল এর সার্বিক নির্দেশনায় ও এসআই-এর নেতৃত্বে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আরিফকে তার বাড়ি থেকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পঞ্চগড় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার জুয়েল।