পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এর ফলে প্রায় ৪০০ একর জমির ধানের চারা তলিয়ে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন শত শত কৃষক।
অভিযোগের তীর উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ (তেল বেচা) এবং সাধারণ সম্পাদক জয়নুল হক (কোহিনুর মেম্বার)-এর দিকে। এলাকাবাসীর দাবি, এই দুইজন রাস্তার দক্ষিণ পাশে পানির গতিপথ বন্ধ করে ‘আদর্শ কলোনি’ নামে এলাকা গড়ে তোলে এবং আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে সরকারি বরাদ্দে ব্যক্তিগত রাস্তা পাকা করায়।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনাবৃষ্টির কারণে শেলো মেশিনের পানি দিয়ে কষ্ট করে ধান রোপণ করেছিলেন তারা। কিন্তু হঠাৎ বর্ষার ভারী বৃষ্টি নামতেই পানি বের হওয়ার পথ আটকে যাওয়ায় জমি পানির নিচে তলিয়ে গেছে। পূর্বে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয়রা এই ঘটনাকে ‘প্রকাশ্য ভূমিদস্যুতা’ ও ‘রাজনৈতিক সন্ত্রাস’ আখ্যা দিয়ে বলছেন—শত শত কৃষকের মুখের আহার কেড়ে নেওয়া হয়েছে। তারা সরকারিভাবে তদন্ত করে দুই অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।