 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:আটোয়ারী উপজেলার মির্জাপুর খাদ্য গুদামের ওসিএলএসডি মোঃ সাইদুর রহমানকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির নেতা মির্জা রাসেল ইসলাম, মির্জা মুশা, উপজেলা বিএনপির সভাপতি জাহেদ চেয়ারম্যানের ভাগিনা মির্জা কবিরুল ইসলাম কনার নেতৃত্বে এই চাঁদাবাজি হয়। এসময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সাইদুজ্জামান মধ্যস্থতা করেন।
জানা যায়, বিষয়টি বর্তমানে আটোয়ারীতে “টক অব দ্য টাউন” হিসেবে আলোচিত হলেও উপজেলা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো সমাধান করা হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভিজিডির চাল বিতরণকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটে।
তবে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ আজাদ এবং স্থানীয় ভুক্তভোগীরা কোনো অভিযোগ করেননি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—যেখানে ভুক্তভোগীরাই অভিযোগ করেননি, সেখানে কীভাবে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হতে পারে?
এদিকে আসন্ন নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—কোনো চাঁদাবাজি, দখলবাজি, হুমকি-ধামকি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে বিএনপির কেউ জড়াতে পারবে না। তবুও স্থানীয় পর্যায়ের কিছু নেতার এমন কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষ মনে করছেন, এই ধরনের ঘটনা দ্রুত সমাধান না হলে আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই উপজেলা বিএনপি নেতৃত্বসহ প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।