শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি।। রবিবার পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৭ জন বীর মুক্তিযোদ্ধা সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে তাদেরকে বরণ করা সহ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার লক্ষ্যে ক্ষমতা হস্তান্তর করা হয়। পীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক নিত্য চন্দ্র রায়, সদস্য সচিব আব্দুল জব্বার, আকবর আলী, মনির উদ্দীন ও আবুল কালাম আজাদ কে সদস্য করা সহ ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও—৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, ইউএনও রকিবুল হাসান, এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুুল ইসলাম বক্তব্য দেওয়া সহ গণমাধ্যম কমীর্, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লিমন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।