1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোদের আঁধার / /  আফরোজা রিকা পলাশবাড়ীতে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বীজ সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র কম্বল পেল শীতার্ত মানুষজন, ফুটলো মুখ হাসি আন্ত:কলেজ ফুটবলে ভজনপুর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন ব্যক্তিগত সফরে দিনাজপুরে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন পুরো গ্রামে শোকের মাতম।।  সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়া পলাশবাড়ীর কৃতি সন্তান  হাদি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, আতঙ্কে রাজনৈতিক মহল সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান

আন্তঃবিদ্যালয় ফুটবল খেলায় সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১৭

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় তিন শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও ১২ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ঘটনার পর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। খেলা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এ সময় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামফলক ও জানালা ভাঙচুর করে। অপরদিকে টেকনিক্যালের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে মহাসড়ক অবরোধ করে রাখে।

নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা বিজয় মিছিল শেষে বিদ্যালয়ে ফেরার সময় টেকনিক্যালের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। এতে অন্তত ৭ জন আহত হয়।”

অন্যদিকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, “ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথমে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আমাদের দুই শিক্ষকসহ ১০-১২ জন আহত হয়েছেন।”

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্বপূর্ণ কুমার সাহা জানান, আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে, ১২ জন হাসপাতালে ভর্তি আছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “খেলা নিয়ে একটি ঘটনা ঘটেছে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে শান্ত করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট